সরাইল প্রতিনিধি
পহলা মে। বিশ্বের কোটি কোটি শ্রমজীবি মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন।
এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় শ্রমিক হেলাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি শ্রমজীবি মানুষকে ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম. মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ।
সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ ইউনুস মিয়া, উপজেলা মাইক্রোস্ট্যান্ডের সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply