দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম কে শোকজ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক মনির হোসেনকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলাম ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম একযুক্ত বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে জানা যায়, গতকাল মঙ্গলবার পৌর এলাকার বিরাসারে অনুষ্ঠিত জেলা আওয়ামী যুবলীগের যুব সমাবেশ শেষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম ও শিক্ষা পাঠাগার সম্পাদক মনির হোসেন একদল দুর্ধর্ষ সন্ত্রাসী সহ নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাল মুহাম্মদ রুস্তম ইউনূসকে বর্বরোচিত কায়দায় নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজমকে শোকজ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনির হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার করে এবং চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় যুবলীগের নিকট সুপারিশ প্রেরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply