স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় ইশান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইশান পানিশ্বর ইউনিয়নের বেড়তলা শেখ বাড়ির মুহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ইশান তার দাদার সাথে এক আত্মীয়ের বাড়ির দাওয়াত খেতে গিয়েছিল । দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে রাস্তার পাড়াপাড়ের সময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা মুহাম্মদ সাঈফ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক মোটরসাইকেল ও চালক পালিয়ে যায়।
ইশানের বাবা মুহাম্মদ আলী বলেন, বিশ্বরোড থেকে আশুগঞ্জ অভিমুখী একটি মোটরসাইকেল হঠাৎ এসে ইশানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হাসপাতাল সূত্রে জানতে পারি, শিশুটিকে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply