স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার (২৬ এপ্রিল) মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলী স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- আশেক এলাহী, মিজবাহ উদ্দীন, আবু হানিফ, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মোবারক উল্লাহ, বুরহান উদ্দিন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের আহমেদ, জুবায়ের হিজবুল্লাহ রাহমানী, শিব্বির আহমেদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক শরাইলীর স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, মাদ্রাসার ২০২০-২০২১ ইং শিক্ষা বর্ষের ছাত্রদের অত্র মাদ্রাসার ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার রীতিনীতি ও আইন কানুন অমান্য করে শিক্ষকদের বাঁধা উপেক্ষা করে গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি স্থাপনায় হামলার সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা তিনদিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply