লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেছে। এ সময় দুই গ্রুপের সংর্ঘষে অন্তত ৪ জন আহত হয়েছে।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানের ভাতিজা এরশাদ হোসেন জাহাঙ্গীরকে আহ্বায়ক করে সদর উপজেলার কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। ওই কমিটি অনুমোদন হওয়ায় সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণের আয়োজন করেন জাহাঙ্গীরের অনুসারী নেতা-কর্মীরা।
এ সময় নব-গঠিত আহ্বায়ক কমিটি’র বিরোধীতা করে দলীয় কার্যালয়ে বিক্ষুপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগসহ যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী। ফলে উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় বিক্ষুপ্ত নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেন। সংর্ঘষে উভয় পক্ষে অন্তত ৪ জন নেতা-কর্মী আহত হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।’
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এম পি বলেন, ‘কমিটি নিয়ে মান-অভিমান ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সম্মেলন হলে এ ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। তারপরও কেউ যদি দলীয় নিয়মনীতি ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply