লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
মৃতরা হলেন- উপজেলার বাউরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়া বাড়ির মৃত ছায়দার রহমানের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৬) ও একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে পাটগ্রাম আদর্শ কলেজের ছাত্র রনি খন্দকার (১৮)।
পাটগ্রাম থানার ওসি মনছুর আলী জানান, রোববার দুপুরে জাহাঙ্গীর আলম অসুস্থ সন্তানকে ডাক্তারকে দেখিয়ে স্ত্রীসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সন্তান ও স্ত্রী অক্ষত থাকলেও জাহাঙ্গীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, গত বুধবার সকালে রনি অটোরিকশায় কলেজ যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply