উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে এবার নিজের শহর ব্রাহ্মণবাড়িয়াতেই !!!! ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়)- তে ”ফল ২০২১- (FALL-2021)” সেশনে BSC in EEE (Electrical and Electronic Engineering), BSC in CSE Computer Science and Engineering) English, Sociology, BBA, MBA (major Accounting, Marketing, HRM, Finance, Banking) প্রোগ্রামসমূহে ভর্তি
চলছে। ভর্তি ফি-তে ৫০% ও উন্নয়ন ফি-তে ৪০% ছাড়ে ভর্তি চলছে। রয়েছে ১০০% পর্যন্ত শিক্ষাবৃত্তি। মেয়ে শিক্ষার্থীদের জন্য পুরোটিউশন ফি’র ১০% মওকুফ, সহোদরদের (Siblings) জন্য ২৫-৩০% মওকুফ, EEE এবং CSE তে ভর্তিইচ্ছুক ডিপ্লোমা
সম্পন্নকারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এসএসসি ও এইচএসসি তে গোলডেন A+প্রাপ্তদের জন্য ১০০% ও A+ প্রাপ্তদের জন্য ৫০% টিউশন ফি মওকুফ।
বিশ্ববিদ্যালয়টির পূণার্ঙ্গ ক্যাম্পাসে রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট অনুযায়ী সম্পূর্ণ অত্যাধুনিক ল্যাব সুবিধা , শিক্ষার্থীদের জন্য নিজস্ব পাঠাগার, দেশি ও বিদেশী স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি, মাস্টার্স ও স্নাতকসম্পন্নকারী শিক্ষকমন্ডলী।
স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ভর্তি; সপ্তাহের প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ০৯.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত। অনলাইন ভর্তি- www.uob.edu.bd/applyonline, হেল্পলাইন-
01313430064, 01313430067.bব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply