সংবাদ শিরোনাম
২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করুন ; আলোচনা সভায় বক্তাগন

২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করুন ; আলোচনা সভায় বক্তাগন

আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা না করা হলে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়ার রেলপথ অবরোধের আল্টিমেটামের ঘোষণার সাথে সংহতি প্রকাশ করেছে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া।
গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বক্তারা বলেন, গত ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আয়োজিত মানববন্ধন থেকে যে আল্টিমেটাম দেয়া হয়েছে , তা জেলাবাসির প্রাণের দাবি।
বক্তারা বলেন, রেল কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চালু নিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসির সাথে তামাশা শুরু করেছে। ডুয়েলগেজ প্রকল্পের প্লাটফর্ম উঁচুকরণ কাজের নির্মাণ সামগ্রী এনে স্টেশনের সংস্কার কাজ শুরু হয়েছে এ ধরণের অপপ্রচারে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে বলে বক্তারা বলেন, হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত স্টেশনের সংস্কার কাজ শুরু না করে কর্তৃপক্ষ আমাদের সাথে মশকরা করছে। জেলাবাসিকে সমুচিত শিক্ষা দেয়ার জন্যই দীর্ঘদিন যাবৎ কতর্ৃপক্ষ অযৌক্তিকভাবে স্টেশনের যাত্রাবিরতি স্থগিত রেখে জেলাবাসির ধৈযের্যর বাধ ভাঙ্গার উপক্রম করছে। তাই আগামী ২০ জুনের মধ্যে যদি কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির পুনরায় ব্যবস্থা না করে তাহলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রেল অবরোধ করে কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য সভা থেকে সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় ইন্ধনদাতাসহ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং
তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত রেলস্টেশনসহ অন্যান্য স্থাপনা সংস্কারেরও দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন চালু না করে স্টেশন গ্রেডের অবনমনের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,স্টেশন চালুর ব্যাপারে সময় ক্ষেপন করে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে কঠোর আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে রেল কর্তপক্ষ,এর দায়দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।একই সভা থেকে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দ্রুত ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার জন্য জেলার সরকারি দলের সকল মন্ত্রী ও এমপিগণকে
ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেয়ার জন্যও অনুরোধ জানানো হয়।
অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন অনুশীলন সদস্য বীর মুক্তিযোদ্ধা মতি লাল বণিক, হোসাইন আহমেদ তফছির, আবদুস সোবহান মাখন, অ্যাডভোকেট মোঃ নাছির মিয়া, সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক উজ্জ্বল চক্রবতর্ী, সাংবাদিক খন্দকার শফিকুল আলম, আবুল খায়ের প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com