সময়নিউজবিডি টুয়েন্টিফোর
ঘূর্নিঝড় ‘ফণি’ মোকাবিলা করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খাঁন বলেন, ঘূর্নিঝড় ‘ফণি’ আঘাত মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, স্কাউটের সব সদস্যকে প্রস্তুত থাকুন। পাশাপাশি সরকারি হাসপাতালসহ জরুরি সব বিভাগকেও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তাসহ সব অফিস সদস্যকে স্ব স্ব কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহেদুল ইসলাম, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক সাফরুল আহসান চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply