ক্রীড়া প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাই লড়াই করে গেলেন কুইন্টন ডি কক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৬২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।চলতি আইপিএলের ৫১তম ম্যাচে মুখোমুখি হয় হায়দরাবাদ ও মুম্বাই।
বৃহস্পতিবারমুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৯০ রান করে মুম্বাই।এরপর নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬২ রানে ইনিংস সমাপ্ত করে।
দলের হয়ে একাই লড়াই করে যান মুম্বাইয়ের দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। ৫৮ বলে ৬৯রানের ইনিংস খেলেন ডি কক। তার ইনিংসটি ছয়টি চার ও দুটি ছক্কায় সাজানো।এছাড়া ২৪ ও ২৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা ও সুরাইয়া কুমার যাদব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply