স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) বোর্ড অব ট্রাস্টিজের ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র কনফারেন্স রুমে বোর্ড অব ট্রাস্টিজের ৩০তম এ সভা অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, মোঃ আখতারুজ্জামান, মোঃ মাহমুদুল হক, সৈয়দ এখতেশামুল বারী তানজিল, মোঃ আশফাক উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ,অনুমোদন ও দৃঢ়করণ, জুলাই-আগস্ট ২০২১ মাসের আয়-ব্যয় বিবরণী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রেজাল্টের ভিত্তিতে বৃত্তির তালিকা অনুমোদন করা হয়। এছাড়াও সভায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত এবং ভাষাগত অতিরিক্ত দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংক্ষিপ্ত কোর্স চালুর বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট অনুমোদন করা হয় এবং অতিদ্রুত সংক্ষিপ্ত কোর্সসমূহ চালু করার সিদ্ধান্তগৃহীত হয়।
সভার সমাপ্তিতে সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি ও গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং বোর্ড অব ট্রাস্টিজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কর্মপরিকলল্পনা বাস্তবায়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টা কামনা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply