বুধবার বাদ আছর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রামের বাড়িতে জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর এই অকাল মৃত্যুতে সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া গভীরভাবে শোক প্রকাশ করেছে এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এক শোকবার্তায় সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, ‘সাইফুল ইসলাম রিপন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রগতিশীল সংস্কৃতিচর্চার অন্যতম সক্রিয় কর্মী। তাঁর সৃজনশীল কর্মতৎপরতায় সমৃদ্ধ হয়েছে সাহিত্য একাডেমি তথা ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশের সংস্কৃত অঙ্গন। সাহিত্য একাডেমি ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় যে কোনো প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন রিপন। মুক্তিযুদ্ধের স্মারকসহ বিভিন্ন দুর্লভ আলোকচিত্র, মুদ্রা সংগ্রাহক হিসেবেও কাজ করেছেন। তাঁর সংগ্রহ নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক প্রদর্শনী আয়োজন করেছে সাহিত্য একাডেমি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্পাদক মণ্ডলির সদস্য হিসেবেও কাজ করেছেন রিপন। এছাড়া একজন চিত্রশিল্পী, ছড়াকার, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও সংগঠক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই তরুণ সংস্কৃতিকর্মী। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।” (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply