স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যাপক একেএম হারুনুর রশীদ স্মরণে আবৃত্তি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আবৃত্তি ও স্মরণ সভার আয়োজন করেন আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র।
আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
অপরদিকে, অধ্যাপক একেএম হারুনুর রশীদ এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, কবি আব্দুল মান্নান সরকার, সিনিয়র সাংবাদিক আব্দুন নুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, নতুন মাত্রার সম্পাদক আল আমিন শাহীন, শিশু নাট্যমের পরিচালক সাংবাদিক নিয়াজ মুহাম্মদ খান বিটু, জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, আনোয়ার হোসেন সুহেল, হেলাল উদ্দিন হৃদয়, মোঃ হোসেন মিয়া ও মনিরুল ইসলাম শ্রাবন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যাপক একেএম হারুনুর রশিদের মৃত্যুবার্ষিকীতে ‘আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র’ আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেরপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply