স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই।
শনিবার (০১ জানুয়ারি -২০২২ ইং) দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আরজু, জেলা নিরাপদ সড়ক চাই এর সহসভাপতি নিয়াজ মুহাম্মদ খান পাশা, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন প্রমুখ। এতে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply