সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার বিকালে দুবাজাইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে নতুন মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
জানা গেছে, সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ১নং ওয়াডের্র দুবাজাইল গ্রামের প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মসজিদ নির্মানের লক্ষে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা ধর্মতীর্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের নেতা মোঃ জাকির হোসেন, অরুয়াইল ইউনিয়নের ১নং ওয়াডের্র দুবাজাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন ও বিজয়নগর উপজেলা উপ-সহকারী তহসিলদার ফারুক আহম্মদ প্রমূখ।
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, যারা দান করেন তাহা কিয়ামত পর্যন্ত এর সদকে জারিয়া সওয়াব পেয়ে থাকবেন, ঐ দৃষ্টি ভংগিতে তাদের জাযগা পরিমাপ করে ২শতক জায়গা দেয়ার অনুরোধ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply