বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাড়ি চাপায় অন্তর মিয়া -(১৬) ও রবিউল-(১৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম (২৫) নামে এক অটোরিকশা রিক্সা চালক আহত হয়েছেন।
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধায় -সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত অন্তর মিয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে ও রবিউল একই ইউনিয়নের কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে। অপরদিকে আহত রফিকুল ইসলামপুর গ্রামের মারাজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply