স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে কাজীপাড়া মৌলভীহাটি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সাংবাদিক রেজাউল করিম।
সিনিয়র এ সাংবাদিকের নামাজে জানাজার পূর্বে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র (০৩) মীর মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ও মরহুমের বড় ছেলে সাংবাদিক মাজহারুল করিম অভি।
এদিকে, সাংবাদিক রেজাউল করিমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন মোঃ এনামুল হক খোকন। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply