সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় ফেনসিডিলসহ সাদেক ও মালা বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সাদেক ও মালা স্বামী ও স্ত্রী। তারা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত জুরু মিয়ার ছেলে সাদেক ও মালা সাদেকের স্ত্রী। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ বোতল
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ শাহজালাল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কুট্টাপাড়া ব্র্যাক অফিসের সামনে ঢাকা সিলেট মহাসড়কে মডান পরিবহন নামক বাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply