সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
সফলতার সাথে চতুর্থ বর্ষে পদার্পন করলো ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া

সফলতার সাথে চতুর্থ বর্ষে পদার্পন করলো ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া

সফলতার সাথে চতুর্থ বর্ষে পদার্পন করেছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়)। আজকের এই দিনে “সামাজিক পরিবর্তনে শিক্ষা” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় একঝাক দক্ষ, মেধাবী শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদেরকে নিয়ে  ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করেছিল।
২০১৯ সালের ৬ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি পেয়েছিল বর্তমানে শত শিক্ষার্থীদের গুঞ্জণে মুখরিত আর আবেগ ভালবাসায় জড়ানো এই বিশ্ববিদ্যালয়। তাই এই দিনটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।
রবিবার (০৬ মার্চ) সকাল ১১ টায়  ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া সফলতার সঙ্গে ৪র্থ বর্ষে পদার্পণ করায় বিশ্ববিদ্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিশ্ববিদ্যালয় কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ মেরাজুল ইসলাম, রেজিষ্ট্রার খন্দকার এহসান হাবীব এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিসেস ফাহমিদা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এইসময় সবাই সাফল্য এবং সগৌরবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় একসময় দেশের অন্যতম বিদ্যাপীঠ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com