স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের মধ্যপাড়া পোয়া পুকুরের কুচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কার করবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ প্রণিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে দীর্ঘদিনের সমস্যাজনিত মধ্যপাড়া পোয়া পুকুরের কুচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে পৌর মেয়রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, পৌর কাউন্সিলর আবুল বাশার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, কাউন্সিলর মুফতি মকবুল হোসাইন, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, মাহমুদা রহমান, পৌরসভার সচিব মোঃ শামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহবুব আলম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, দপ্তর সম্পাদক সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।
সভায় আগামী ১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ প্রণিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। উল্লেখ্য, সরকারের নির্দেশনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ড্রেন, পুকুর-নালায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply