মতিউর মুন্না//বিশেষ প্রতিবেদক,সময়নিউজবিডি
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মে) সকাল ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে লাখো মুসল্লীদের উপস্থিতিতে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজের পূর্বে জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ঈদগাহ কমিটির সভাপতি শাহগীর আলমের আন্তরিক প্রচেষ্টায় মুসল্লীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল ও ফ্যান স্থাপনের মাধ্যমে এক ব্যতিক্রমী ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে মোকতাদির চৌধুরী অসাম্প্রদায়িক চেতনার ব্রাহ্মণবাড়িয়াকে সমুন্নত রাখতে কিছু লেবাসধারী বর্বর মানুষ নামের অমানুষদের চক্রান্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসক ও জেলা ঈদগাহ কমিটির সভাপতি শাহগীর আলম শুভেচ্ছা বক্তব্যে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শিক্ষা সকলের মধ্যে বজায় রেখে সুখী সুন্দর ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ার শপথ নিতে হবে। জেলা ঈদগাহ মাঠে মাদক ব্যবসায়ী ও মাদকসেবি মুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ কঠোর নজরদারি রাখা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদের প্রথম ও প্রধান জামাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বাস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব মুফতি সিগবাতুল্লাহ নুর ঈদ জামাতের ইমামতি করেন। ঈদের নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়াবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজ করেন।
এদিকে জেলা ঈদগাহ মাঠ ছাড়াও জেলা শহরের টেংকেরপাড়স্থ লোকনাথ দিঘির মাঠ, শেরপুরপুর ঈদগাহ মাঠ ও জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে ঈদের পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply