স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে নুরুল ইসলাম-(৩৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এ ঘটনাটি ঘটেছে। নিহত নুরুল ইসলাম মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মোঃ দিদারুল আলম জানান, নিহত নুরুল ইসলাম মাদক মামলার দেড় বছরের সস্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি। গত ১১ মে তাকে আদালত কর্তৃক কারাগারে পাঠানো হয়। শুক্রবার সকালে হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারা হাসপাতালে ও পরে তাৎক্ষণিক তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করে হয়তো তার মৃত্যু হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply