স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড রেজাউর রশীদ খান বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে জামত- বিএনপি আবোল তাবোল বলা শুরু করছে।
শুক্রবার (০৩ জুন) ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাসদ জেলা শাখার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা বাসদের আহবায়ক প্রবীর চৌধূরী রিপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এম মোরশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম, জেলা সাম্যবাদী দলের সভাপতি সানু মিয়া, ঐক্য ন্যাপের জেলা সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম, জেলা খেলাঘরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব আবু সোহেল সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বাসদের যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম আহাদ, সদস্য মনিরুজ্জামাম মনির, বাসদ বিজয়নগর উপজেলা কমিটির আহবায়ক আশরাফুল আলম রহমত, বাসদ আখাউড়া উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম, বাসদ আশুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মনোরঞ্জন দাস ও আইনজীবী সহকারী রাশেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউর রশীদ খান আরো বলেন,৭২ এর সংবিধানের পুর্ণ বাস্তবায়ন চাই। এদেশে ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার লক্ষে প্রগতিশীল ও মুক্তিযুদ্বের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply