বিজয়নগর উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বাইরে থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বাজারে আসছেন ক্রেতা-বিক্রেতারা। উপজেলার মধ্যে ১১ টি স্থানে বসেছে পশুর হাট। এর মধ্যে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা, চম্পকনগর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে অস্থায়ী এ পশুর হাট সহ ১১ টি হাটে কেনা বেচা হচ্ছে কোরবানির পশু।
উপজেলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, উপজেলার ১১ টি কোরবানি পশুর হাটের মধ্যে ইসলামপুর ও খিরাতলা পশুর হাটে তুলনামূলক হাসিল কম হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইসলামপুর খিরাতলা অস্থায়ী পশুর হাটটিতে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ও হাসিল কম হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। দুটি হাটে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার টাকা হাসিল নেওয়া হয়। যেখানে উপজেলার অন্যান্য বাজারে এক লাখ টাকার পশুর জন্য হাসিল দিতে হয় ৩/৪ হাজার টাকা। পশুর হাটগুলোতে গরু, মহিষ ও খাসি বিভিন্ন দূরদূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসছেন হাটগুলোতে।
এদিকে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা জুড়ে একাধিক পুলিশি টিম টহল দিচ্ছে।
বাজারে আসা গরু বিক্রেতা মাজহার আলি বলেন, এখানে যাতায়াত ব্যবস্থা ভাল এবং পর্যাপ্ত পরিমান নিরাপত্তা বিদ্যমান থাকায় এবং বিক্রি ভাল হওয়ায় এখানে গরু নিয়ে আসছি।বাজার পরিচালনা কমিটির সদস্য কাজী নুরুদ্দিন রুবেল বলেন, আমরা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপত্তাসহ সব ধরনের সেবার ব্যবস্থা করেছি। বাজারে আসা কাজী বোরহানুল ইসলাম শামীম বলেন, বাজারের পরিবেশ ভাল এবং প্রচুর গরু উঠেছে। বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্সি আসাদুজ্জামান বলেন, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এবং হাসিল খুব কম টাকা নির্ধারণ করা হয়েছে এবং পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা রয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এখানে বাজার চলবে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ বলেন, উপজেলার ১১ টি স্থানে বাজার বসেছে এবং বাজারের ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply