স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মালবাহী ট্রেন এর বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-সিলেট ও সিলেট-চট্রগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর-হরষপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
মুকুন্দপুর রেলস্টেশন এর সহকারী স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আখাউড়া রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা সিলেটগামী ৯৫১ নম্বরের তেলবাহী ট্রেনটি মুকুন্দপুর-হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ইঞ্জিন থেকে পেছনের ৬ নাম্বার সামনের দুটি চাকা লাইনের উপর থেকে পড়ে যায়। এঘটনায় বর্তমানে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি আখাউড়া স্টেশনে আটকা পড়েছে। এতে করে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply