বিজয়নগর প্রতিনিধি
সারা দেশে চলমান ডেঙ্গু জ্বর ও এডিস মশা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব,গরু বাজারে জাল নোট ও আইশৃংলা নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের সদস্যরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান একদল নারী ও পুরুষ পুলিশ সদস্য নিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় প্রচার প্রচারণা চালায়। এসময় তিনি পদ্মা সেতুতে মাথা লাগবে এমন গুজবে কান না দিতে এবং ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগের বাহক বড় আকৃতির মশা এডিস এর জন্ম প্রতিরোধে হাট- বাজার বাড়ির আঙ্গিনায়, ড্রেন, স্কুল-কলেজ মাদ্রাসা বাসা-বাড়ির চারদিক সার্বক্ষণিক পরিস্কার পরিচ্ছন্ন রাখা, এডিস মশা হাঁটুর নীচের অংশে কামড় দেয়া, ভোর হতে সন্ধ্যার আগে মশা কামড়ালে জলপাই এর তৈল (ওলিভ অয়েল) বা নারিকেল তৈল হাঁটুর নীচের অংশে মেখে দেয়ার আহবান জানান।
ওসি ফয়জুল আজিম নোমান আরো বলেন, এডিস মশার উৎপত্তি-জন্মস্থল ঘরের ভিতরের রেফ্রিজারেটর তথা ফ্রিজ, ঘরের বাইরের আঙ্গিনায় পড়ে থাকা ডাবের খোসা, ফুলের টব, সাইকেল রিক্সার ফেলে রাখা টায়ারসহ যেকোন পরিত্যক্ত পাত্রে, ড্রেন এবং বদ্ধ জলাশয়ে তিন দিনের বেশী জমে থাকা পানি দেখলে তা ফেলে দেয়ার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষা করা, সর্বোপরি ডেঙ্গু জ্বর পরিবারের কোন সদস্য আক্রান্ত হলে আতঙ্কিত না হওয়া’র জন্য সর্বস্থরের জনসাধারণের প্রতি আহ্বান জানান। এ সময় এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, এর আগে তিনি হরষপুর দেওয়ান বাজারের পশুর হাট পরিদর্শন করেন এবং বাজার শেষে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাজারের ইজারাদারদেরকে নির্দেশ দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply