স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া শহরে পথ চলায় স্বস্তি নেই। ঘটছে দূঘটনা। দীর্ঘদিন পথে পথচারীদের চরম দূর্ভোগ, সংস্কারের উদ্যোগ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছেই।
ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ পৈরতলা থেকে গোকর্ণঘাট পর্যন্ত সড়কের অবস্থা দিন দিন পথ চলার অনুপোযুক্ত হয়ে উঠেছে। বিশেষ করে ৬ নং ওয়ার্ডের শেখ জালাল মাজারের গেটএর সামনের অংশে পথে বড় বড় ভাঙ্গন সৃস্টি হয়েছে। একই অবস্থা শহরের প্রাণকেন্দ্রের মৌলভীপাড়া থেকে শুরু করে দাড়িয়া পুর পর্যন্ত সড়কে। রাস্তার ইট সুরকি উঠে ভাঙ্গন গর্তের সৃষ্টি হয়েছে। বৃস্টি হলে এতে পানি জমে ভাঙ্গন বড় হচ্ছে। গর্তে পড়ে রিক্সা উল্টে যাওয়ার ঘটনা অহরহ। মালামাল নিয়ে উল্টে যাচ্ছে রিক্সাভ্যান। মালামালের ক্ষয়-ক্ষতি হচ্ছে। শহরের পশ্চিম অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এ দুটি সড়কের বেহাল দশায় মানুষ নানা ভাবে কস্টের স্বীকার। প্রাথমিক পর্যায়ের গর্ত ভরাটের উদ্যোগ না নেয়ায় ভাঙ্গন বেড়ে সড়ক চলার অনুপোযুক্ত হয়ে যাচ্ছে। এলকাবাসী দ্রুত দুটি সড়ক পর্যবেক্ষন করে সংশ্লিস্ট মহলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply