ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সাংবাদিক, রোটারিয়ান নজরুল ইসলাম শাহাজাদা ও প্রগতিশীল সংস্কৃতিকমর্ী, বিশিষ্ট সংগঠক নিহার রঞ্জন সরকারের জন্মদিন পালন করেছে জেলা নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকপাড়া সিলভার ফর্ক রেস্টুরেন্ট এক অনারম্ভর পরিবেশে উক্ত জন্মদিন অনুষ্ঠান পালিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আক্তার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
জেলা নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহিন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙরের জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ, প্রর্বতক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নির্জয় হাসান সোহেল, ডা. ইলিয়াছুর রহমান মিঠু, আইন সম্পাদক এড. উত্তম কুমার দাস, কবির কলম প্রতিষ্ঠাতা-সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ, জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন, ছাত্রনেতা জুয়েল রানা প্রমুখ।
সভায় অনান্যরে মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক চয়ন বিশ্বাস, সাংবাদিক আদিত্য কামাল, সাংবাদিক বাহাদুর আলম, সাংবাদিক মাজহারুল করিম অভি, কবি কহিনূর আক্তার, হোসেন জয় প্রমুখ।
সভায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন নজরুল ইসলাম শাহজাদা ও নিহার রঞ্জন সরকার। তারা তাদের জন্মদিন উদযাপন করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় দুইজনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও মিষ্টমুখ করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply