স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামীকাল বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র ৫২তম জন্মদিন।
এ উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র ৫২তম শুভ জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া/ প্রার্থণা, শিক্ষা উপকরণ বিতরন ও বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন এবং সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ জানান, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে জেলার সকল উপজেলা, শহর ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সম্পাদক ও আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগ পরিবারের সবার সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply