গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলার ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপত্বিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিকুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এর সচিব ও ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টচার্য।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply