কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতেই দোকান, বাড়ি ও মন্দিরে চুরি সংগঠিত হয়েছে। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও বাজারের বিধুমঙ্গল সিনহা জানান,বৃহস্পতিবার গভীর রাতে সিধ কেটে তার ঘরে ঢুকে স্বর্ণালংকার, কাপড় চোপড়, নগদ টাকা সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তার ঘর সংলগ্ন ইমা টেইলার্স এর তালা খুলে কাপড় চোপড়, নগদ টাকাসহ আরও দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একই রাতে তেতইগাঁও গ্রামের মদন মোহন জিউর মন্দিরে রক্ষিত প্রতিমার সোনার চুরি,রূপার বাঁশি, নগদ টাকা সহ আরও কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান মন্দিরের পুরোহিত বাবু শর্ম্মা। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এস আই হারুন, এস আই আমিনুল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply