শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়েছেন।
গতকাল বুধবার প্রথম দফায় ও আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। তবে সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দাবি, ছাত্রলীগ-শিবির নয়, বরং ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের জেরে বুধবার মধ্যরাতে সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সম্রাট শাহ আলমের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা সানিয়াজান বাজারে আনিছুর রহমান নামে এক দোকানদারকে ওই ঘটনার জন্য দায়ী করে জামায়াত-শিবির সমর্থক দাবি করে তার দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় আনিছুর রহমানের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান, যুগ্ম সম্পাদক চাঁদ মিয়া, সদস্য আতাউর রহমান আহত হন। অপরদিকে এ ঘটনায় দোকানদার আনিছুর রহমানও আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করে।
সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান বলেন, ‘শিবির নেতা আনিছুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলায় আমাদের চার জন নেতাকর্মী আহত হয়েছে।’
তবে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইননিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর বলেন, ‘জামায়াত-শিবির নয়, বরং ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে উভয় পক্ষে কয়েকজন আহতও হয়েছে।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply