আদালত প্রতিবেদক//সময়নিউজবিডি
ফের সকল আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। আগামীকাল বুধবার (০৮ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে তাদের দাবি অনুযায়ী দুই বিচারককে বদলি না করায় এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে, গত ১ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে আইনজীবী সমিতির সাধারণ সভায় দুই বিচারকের বদলি দাবি করে ৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ পর্যন্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফারুক আহমেদ এর আদালত বর্জনের ঘোষণা দিয়ে বাকি সব আদালতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন আইনজীবীরা। সেই মোতাবেক ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই বিচারকের কাউকেই বদলি না করায় ফের ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন আইনজীবীরা।
পরে আইনজীবী সমিতির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া জানান, গত ১ ফেব্রুয়ারি সাধারণ সভা করে দুই বিচারকের অপসারণ দাবি করে তাদের আদালত বর্জনের ঘোষণা দিয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাকি সব আদালতে অংশগ্রহণ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছিল। সে মোতাবেক ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক আহমেদ এর অপসারণ ও জেলা জজের নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছেন জেলা আইনজীবী সমিতি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply