সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
চল্লিশে পদার্পণ সাহিত্য একাডেমি; সভাপতি কবি জয়দুল হোসেন ও সম্পাদক নুরুল আমিন

চল্লিশে পদার্পণ সাহিত্য একাডেমি; সভাপতি কবি জয়দুল হোসেন ও সম্পাদক নুরুল আমিন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাহিত্য সংস্কৃতি চর্চা ও সংস্কৃতি আন্দোলনে দীর্ঘ চার দশকে পদার্পণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য একাডেমি। নাটক, আবৃত্তি ও সাহিত্য সংস্কৃতি চর্চায় ব্রত এ সংগঠনটি ১৯৮৩ সনের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে সাহিত্য একাডেমি জেলার এক বটবৃক্ষে রূপ নিয়েছে। মুক্ত নাটক আন্দোলন, ৯০এর স্বৈরাচারী আন্দোলনে জেলায় অগ্রণী ভূমিকায় সংগঠনটি দৃঢ় প্রত্যয় নিয়ে আজ এই সংগঠনটি চলিশে পা বাড়িয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের নবীন ও প্রবীন সদস্যদের মিলনমেলায় রূপ নিয়েছে। সকাল সাড়ে নটায় অধিবেশন শুরু হয়। প্রথমে প্রয়াত সদস্য মনোয়ারা বেগম, পার্থ গুহ সারথী ও সাইফুল ইসলাম রিপনের স্মরণে করা হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অধিবেশনের শুরুতে তাঁদের কর্মজীবনী পাঠ করেন সাহিত্য একাডেমির প্রশিক্ষক নির্জয় হাসান সোহেল, নুসরাত জাহান বুশরা ও রিপন দেবনাথ। বিগত বছরে হারিয়ে যাওয়া দেশের প্রখ্যাত ব্যক্তিদের শোক নামে প্রস্তাব পাঠ করেন পরিচালক মণ্ডলীর সদস্য ফারুক আহমেদ ভুইয়া। সংগঠনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন পুন:নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আমিন। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা এডভোকেট আবু তাহের। সঞ্চালনায় ছিলেন মানিকরতন শর্মা।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর অন্তর কমিটি করার বিধান থাকায় এবারের কমিটিতে সভাপতি কবি জয়দুল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল আমিনকে পুনর্বহাল রেখে সাহিত্য একাডেমির সদস্য অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনকে উপদেষ্টা মণ্ডলী পরিষদে যুক্ত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com