আদালত প্রতিবেদক//সময়নিউজবিডি
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হস্তক্ষেপে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে আইনমন্ত্রী আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সাথে জেলা আইনজীবী সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া। তবে আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে আনুষ্ঠানিকভাবে আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
এদিকে, আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক নিজেও আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, দু’একদিনের মধ্যে আদালতের বিচার কার্যক্রমে আইনজীবীরা অংশগ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন আইনজীবী সমিতি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া জানান,কাল পড়শো সমিতির সাধারণ সভা শেষে আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারোয়ার, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রবিউল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, সমিতির সাবেক সভাপতি শফিউল আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সিনিয়র আইনজীবী মাহবুবুল আলম খোকন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply