সংবাদ শিরোনাম
কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন।। নিয়াজ মোঃ খান বিটু সভাপতি ও শিহাব উদ্দিন বিপু সাধারণ সম্পাদক কমলগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জে প্রবাসীর উদ্যোগে একশো পরিবারকে ঈদ উপহার। কমলগঞ্জে অনিয়ম আর অব্যবস্থাপনায় টিসিবি’র পণ্য বিক্রি; দেখার কেউ নেই। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে একে বাংলা স্কুল’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমলগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে ইয়াবা জব্দ সুবিধাবঞ্চিতদের জন্য রিয়েলমির ইফতার আয়োজন বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের বসন্তকালীন ৩দিন ব্যাপী আর্ট কর্মশালা শুরু

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের বসন্তকালীন ৩দিন ব্যাপী আর্ট কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ এ শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়েছে বসন্তকালীন শিশুদের তিনদিন ব্যাপী আর্ট কর্মশালা।
বুধবার (২ মার্চ) সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তালুকদার বাড়ি খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা পাপিয়া আক্তার, বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, দৈনিক আমার সময়ের প্রতিনিধি আল মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাহারুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার্থীদের শুপ্ত মেধা বিকাশে চিত্রআঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিকল্প নেই। শিশুকে স্বাভাবিকভাবে বাড়তে দিতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কাজ করার সুযোগ দিতে হবে। এতে শিশু মানসিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, তার সামাজিক বিকাশ ঘটবে। তিতাস নদীর তীরে এই আয়োজন শিশুদের প্রকৃতির সান্নিধ্যে পাবে। প্রাতিষ্ঠানিক এক গন্ডিতে আটকে না রেখে প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মাঝে এই আয়োজন করে। তাই ধন্যবাদ জানাই নিয়াজ মোহাম্মদ খান বিটুকে।ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু জানান, শিশুদের প্রতিভা বিকাশের জন্যই এ আয়োজন। নির্ধারিত আর্ট ক্লাসের বাইরে এ ধরণের আয়োজন শিশুদের প্রতিভাকে আরো বেশি সমৃদ্ধ করবে। তিনি আরও জানান, ২ মার্চ থেকে আগামী ৪ মার্চ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে। এবছর প্রায় দুই শতাধিক শিশু কিশোর এই কর্মশালায় অংশ গ্রহণ করেছে। এই কর্মশালায় আঁকা ছবি গুলো বাছাই করে পরবর্তীতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com