সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমাজসেবা কাযার্লয়ের উদ্যোগে উপজেলার দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ৬ রোগের ১৯জন রোগিকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ার মত জটিল ও দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে আর্থিকভাবে দুর্বল হয়ে অনেক পরিবারই সর্বশান্ত হয়ে পড়েন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সরওয়ার উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির উদ্দিন আহমেদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply