ব্রাহ্মণবাড়িয়া সময় টিভির ব্যুরো অফিসের ওয়াশ রোমের উপরের সানসেটের ভেতরে লক্ষ্ণি পেঁচাটি মোট ৮টি ডিম পেরেছে। আজ অফিসের পানির লাইনের কাজ করতে এসে সেনিটারি শ্রমিক দেখেন ডিমের মধ্যে তা দিচ্ছেন লক্ষ্ণি পেঁচাটি।আমি নিউজের কাজে বাহিরে ছিলাম। পরে অফিস ষ্টাফ “হৃদয় পাল” পেঁচা সম্পর্কে আমাকে অবগত করেন। তাৎক্ষনিক আমি হৃদয়কে জানাই, আমি অফিসে না আসা পর্যন্ত সেনিটারি মেস্তুরিকে কাজ বন্ধ রাখতে বলো।
পরে অফিসে এসে এই চিত্র দেখে আমি সেনিটারি মেস্তুরিকে অনুরোধ করি,” আপনি যে কোনো মূল্যে এই প্রাণীটি ও তার ডিমগুলোকে সুরক্ষা করবেন। কারণ প্রাণীটি বিলুপ্ত প্রজাতির। তাকে ডিম থেকে বাচ্ছা উৎপাদন পর্যন্ত সময় দেয়া প্রয়োজন। আমার কথায় সায় দিলেন সেই সেনিটারি মেস্তুরি। তার প্রতি কৃজ্ঞতা।
সংগ্রহঃ উজ্জ্বল চক্রবর্তী
ব্যুরো চীফ, সময় টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়া।
Leave a Reply