স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টিলা জমি থেকে মাটি কাটার অপরাধে আলমগীর ভুঁইয়া-(৪১) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড ও একই অপরাধে মোঃ রাজু মিয়া-(৩৪) নামে আরেকজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৭ মে) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর এলাকায় টিলা জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
জানা যায়, রবিবার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরে টিলা জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ঐ গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আলমগীর ভুঁইয়াকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। এসময় একই অপরাধে জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকার মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ রাজুকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানাভুক্ত কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply