স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এসময় ০১টি সিএনজি জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (১০ মে) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ চরচারতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের আব্দুর রহমান কাদের মিয়ার ছেলে মোঃ কানু মিয়া-(৩১) কে আটক করেন। এসময় তার দখলে থাকা একটি সিএনজি তল্লাশি করে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পাশাপাশি মাদক পাচার কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করেন।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply