বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা (চান্দুরা- সিঙ্গারবিল) সড়ক এর মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার ব্যানারে উল্লেখ নেই আয়োজনকারী বা বাস্তবায়নকারী কোন ব্যক্তি প্রতিষ্টানের নাম। তাহলে কি বেওয়ারিশ লাশের মতোই অজ্ঞাত পরিচয়হীন আয়োজনকারী বা বাস্তবায়নকারী। বিষয়টি উপস্থিত দর্শক ও অতিথিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমালোচিত হচ্ছে আয়োজকারী ও বাস্তবায়নকারীদের অজ্ঞতা নিয়ে।
একটি সূত্র জানিয়েছে, ২২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সড়ক (চান্দুরা- সিঙ্গারবিল) সড়কের মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ ৩০ আগস্ট শুক্রবার সকাল ১১টায় উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্যানারে আয়োজনকারী প্রতিষ্টানের নাম উল্লেখ না কেন জানতে চাইলে তিনি জানান, অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে হওয়ায় কারো নাম লিখা হয়নি। তিনি বলেন এই পর্যন্ত তিনবার ব্যানারটি পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার কোন মন্তব্য না করে এই প্রতিবেদককে এড়িয়ে যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply