স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় এক মুমূর্ষ আত্মীয় কে রক্ত দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইয়ার হোসেন (২০) নামে এক যুবকের। এ সময় এক নারীসহ আরো তিনজন আহত হয়েছে। আহতরা হলেন-কসবা কুটি ইউনিয়নের বাইসার গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সালাহউদ্দিন-(৩৫) ও তার স্ত্রী রুনা বেগম-(২৮) এবং একই গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া-(৫৫) । আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ জুন) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ইয়ার হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। সে ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক মুমূর্ষ রোগীকে রক্ত দিতে গিয়েছিলেন ইয়ার হোসেন। পরে সন্ধ্যায় রক্ত দিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে বাড়ি ফেরার পথে কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি রোলারের সাথে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ইয়ার হোসেন মারা যান। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply