স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাওনা টাকা চাওয়ার জেরধরে প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তানিশা বেগম।
অভিযুক্তরা হলেন- মলাই ভুইয়া-(৬০), আকাশ ভুইয়া -(৩০), রাসেল ভুইয়া-(৩৫), জোবাইল ভুইয়া-(২৫), আনিস ভুইয়া-(৩৮) ও ইফরান ভুইয়া-(১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর (ঘাবন্নীমোড়া) গ্রামের মলাই ভুইয়ার ছেলে আকাশ ভুইয়া বিদেশ যাওয়ার কথা বলে কয়েক মাসের জন্য গত আড়াই বছর পূর্বে একই গ্রামের মস্তু ভুইয়ার ছেলে জাকির মিয়ার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন। টাকা নেওয়ার পর যথাসময়ে টাকা না দিয়া মাসের পর মাস দেম দিচ্ছি করে ঘুরাইতে থাকে। আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হওয়ায় কিছুদিন পূর্বে আসামিদের বাড়িতে পুলিশ অভিযান গেলে আসামীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় মামলার বাদী তানিশা বেগমের স্বামী জাকির হোসেন ভুইয়া ও তার ভাই আমির হোসেন ভুইয়া হামলাকারীদের বাঁধা দিয়ে পুলিশ সদস্যদের নিরাপদে ঘটনাস্থল ত্যাগের সহায়তা করায় তাদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন আসামীরা।
এসব ঘটনার জেরধরে সম্প্রতি আকাশ ভুইয়ার নিকট পাওনা টাকা চাইতে গেলে আকাশ ও অন্যান্য আসামীরা জাকির হোসেনকে মারতে আসেন ও অকথ্য ভাষায় গাল-মন্দ করে প্রাননাশের হুমকি দিয়ে চলে যান।
Leave a Reply