স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জালনোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার জাল নোট জব্ধ করা হয়।
গত বৃহস্পতিবার (০২ মে) রাতে র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. রাসেল-(৩২), ফেনী সদরের আকরামপুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন-(৩৪) ও বিজয়নগর উপহেলার কামালমোড়ার সাহাব উদ্দিনের ছেলে মোঃ সানি মিয়া-(১৯)। এসময় আটককৃতদের কাছ থেকে বাংলাদেশি চার লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল টাকা, জাল নোট তৈরির সরঞ্জামাদি (স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, সাদা কাগজ, হার্ড ড্রাইভ, এন্টি কাটার, খালি জারিকেন ইত্যাদি) উদ্ধার করা হয়। এসব মালামালসহ আটককৃতদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ জানতে পারে, জালনোট বাজারজাতকারি চক্রের তিন সদস্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে জাল নোট তৈরির সরঞ্জাম ও জাল নোটসহ আটক করা হয়। পরে তাদেরকে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply