ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, শিশুদের মাঝে বহুমুখী প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে। শিক্ষাঙ্গনে তাদেরকে হতাশ না করে যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে হবে।
তিনি গতকাল সোমবার জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি টমাস আলভা এডিসনের শৈশবকালের কথা উল্লেখ করে বলেন, মায়ের উৎসাহ প্রদান ও বিশেষ পরিচর্যার মাধ্যমে তিনি এক সময়ে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিলেন। তাই শিশুদেরকে নেতিবাচক কথা বলে তাদের প্রতিভাকে দাবিয়ে না রেখে তাদেরকে অনুপ্রাণিত করলেই তারা সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তারের সভাপতিত্বে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ এ বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক(উপ-সচিব) মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন।
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করে জেলার উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রকল্প পর্যবেক্ষণে আসে। এছাড়াও মেলায় বিজ্ঞান কুইজ অনুষ্ঠিত হয়। মেলায় স্থানীয় কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply