স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সৌদিআরব প্রবাসী শাহীন চৌধুরী-(৪৫) ও মহিবুল ইসলাম চঞ্চল-(৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা ৫জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে আশুগঞ্জ-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত শাহীন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরের মরহুম বাচ্চু মিয়া চৌধুরীর ছেলে ও মহিবুল ইসলাম চঞ্চল জেলা শহরের মধ্যপাড়া এলাকার মরহুম স্বপন মিয়ার ছেলে। এর মধ্যে শাহীন চৌধুরী সম্প্রতি সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
জানা যায়, আজ রবিবার দুপুরে শাহীন চৌধুরী ও মহিবুল ইসলাম চঞ্চল জেলা শহর থেকে মোটরসাইকেলে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শাহীন ও চঞ্চল নিহত হন। আহত হয়েছেন অটোরিকশার ৫ যাত্রী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply