সরাইল প্রতিনিধি //সময়নিউজবিডি
দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯নং শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে আজহার মিয়ার বাড়ি থেকে ভিজিডি চাউলের বস্তা পরির্বতনের সময় এসব চাল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ চাল আত্মসাতের সাথে জড়িত ৫জনকে আটক করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আজহার মিয়ার বাড়ি থেকে ১শত বস্তা চাউলসহ ৫জনকে আটক করা হয়েছে। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বুধবার কার্ড ভোগীদের তিন মাস স্লীপে শুধু ১ মাসের চাল বিতরণ করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ এনে সরাইল থানা পুলিশ বাদী হয়ে শাকিল মিয়া (২০), রাজন মিয়া(২০) মহিবুর রহমান (৪০) মাসুক মিয়া (৪৫) তোহিদ মিয়া (৫০) সহ ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আজহার মিয়ার বাড়ি থেকে ১শত বস্তা ভিজিডি চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫জনকে আটক করা হয়েছে । এ বিষয় পুলিশ বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা জানান, খাদ্যগুদাম থেকে জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরের তিন মাসের ১৫৭জন ভিজিডি কার্ড ভোগীর ১৪,১৩০ মেঃটন চাল উত্তোলন করেন শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান।
অথচ এ চাউল দেওড়া গ্রামের আজহার মিয়ার বাড়ি থেকে বস্তা পরির্বতনের সময় উদ্ধার করা হয় । এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply