সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি
বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম (বিবিপিপিএফ) এর আমন্ত্রণে আগামী ১৯-২০ অক্টোবর ২০১৯ কোলকাতায় অনুষ্ঠিতব্য ৭ম ত্রি-দেশীয় সম্মেলন যোগদান করতে দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি, রোহিঙ্গা প্রত্যাবাসন আন্দোলনের অন্যতম সংগঠক, কক্সবাজার জেলার সামাজিক সংগঠন “আমরা কক্সবাজারবাসী”র সমন্বয়ক, কমিউনিটি পুলিশিং কক্সবাজার সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক(১) ও সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের কার্যকরী সদস্য, তরুন শ্রমিক নেতা সাংবাদিক এইচ এম নজরুল ইসলাম ৮ দিনের সফরে ভারত যাচ্ছেন। সন্ত্রাসবাদ, সামরাজ্যবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দক্ষিণ এশিয়া চাই শ্লোগানকে সামনে রেখে কোলকাতার চিত্তরঞ্জন এভেন্যুর বিপ্লবী নলিনী গুহ মেমোরিয়াল হলে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে আঞ্চলিক সমস্যাগুলো ছাড়াও এবার অন্যতম বিষয় দক্ষিণ এশিয়ার সন্ত্রাস ও জঙ্গিবাদ! কাশ্মীর, অসাম ও রোহিঙ্গা উদ্ববাস্তু সমস্যাকে বিশেষভাবে প্রধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।ওই সম্মেলনে বাংলাদেশের যুব প্রতিনিধিগণ দক্ষিণ এশিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, টেকসই উন্নয়নসহ তিস্তা পানী ইস্যু,রোহিঙ্গা উদ্ববাস্তু সমস্যা নিয়ে আলোচনা করবে।উক্ত সম্মেলনে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও পর্যবেক্ষক হিসাবে মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মিয়ানমারসহ দক্ষিন এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি যোগদান করার কথা রয়েছে।ওই সম্মেলনে এবার বাংলাদেশ থেকে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাইহান কবির রনোর নেতৃত্বে প্রায় ২০ যুব প্রতিনিধি, সাউথ এশিয়ান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ১০ জন ও বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মইন উদ্দিন খান বাদল এমপির নেতৃত্বে ১০ জন প্রতিনিধি যোগদান করবেন!আগামী ২১ অক্টোবর কলকাতা ময়দানের আজাদ হিন্দ স্মৃতিসৌধে বিকেল ৩ টায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস পালনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।সম্মেলনের আয়োজক বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম, ভারত চ্যাপ্টার!ত্রি-দেশীয় সম্মেলন ছাড়াও তিনি সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম এর কেন্দ্রীয় কাউন্সিল ও সঞ্জিবন হাসপাতালের আমন্ত্রণে কোলকাতার হাওড়ায় একটি হেলথ কনফারেন্স এ অংশগ্রহণ করবেন!এইচ.এম নজরুল ইসলাম ভারতের উদ্দ্যেশে আজ ১৬ অক্টেবর কক্সবাজার ত্যাগ করবেন।উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে নেপালে আন্তর্জাতিক যুব সম্মেলনে যোগ দিয়েছিলেন সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply