স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষের প্রায় ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ১১টায় দুর্ঘটনায় পতিত হওয়া তুর্ণা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
কসবার মন্দবাগ রেল স্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এর আগে সোমবার মধ্যরাত ৩টা কসবা উপজেলার মন্দভাগে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৬জন নিহত ও অন্তত আরো শতাধিক যাত্রী আহত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply