ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের পল্লবী থানার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এস এম জহির উদ্দিনকে (বাংলাদেশের আলো) আহবায়ক এবং মীর আলাউদ্দিনকে (দৈনিক অন্য দিগন্ত) সদস্য সচিব করে এই কমিটি ঘোষনা করা হয়। পল্লবী থানার নিজস্ব কাযর্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি সাংবাদিক নেতা হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক অমিতাভ রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা সহ পল্লবী থানা এলাকার বাসিন্দা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি আশরাফুল ইসলাম বলেন, দিন দিন মিডিয়া কর্মীরা বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে কখনো চাকরি নেই কখনো বেতন বোনাস নেই তাই সকল সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিতাভ রহমান বলেন, সাংবাদিকদের ঐক্যের বিকল্প থাকার সুযোগ নেই, পেশাগত কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply